Wellcome to National Portal
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

উপজেলা হিসাবরক্ষণ অফিসারের কার্যালয়, ধামরাই, ঢাকা এর কর্মসম্পাদনের সার্বিক চিত্রঃ

 

সাম্প্রতিক অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা



সাম্প্রতিক অর্জনঃ উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়, ধামরাই, ঢাকা এর নিরীক্ষাধীন মন্ত্রণালয়ের সংখ্যা ২৫ টি । ইউএও, ধামরাই, ঢাকা এর নিরীক্ষাধীন মন্ত্রণালয়ের আওতায় মোট ডিডিও এর সংখ্যা ৪২ টি । সিটিজেন চার্টার ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তির লক্ষমাত্রা অনুযায়ী ৪২টি ডিডিও এর মাধ্যমে ইউএও, ধামরাই, ঢাকা মোট কর্মকর্তা ২১০ জন এবং কর্মচারী ১৫৭৪ জন এর মাসিক বেতন ভাতার বিলসহ অন্যান্য আনুষংগিক বিলসমূহ যথাসময়ে নিষ্পত্তি করে থাকে । বর্তমানে Electronic Fund Transfer (EFT) পদ্ধতিতে সকল পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীগণের বেতন ভাতা পরিশোধ করা হচ্ছে । এছাড়া ইউএও, ধামরাই, ঢাকা পে-পয়েন্ট ১০০ ভাগ কর্মকর্তা কর্মচারীগণের জিপিএফ ব্যালেন্স হালনাগাদ পূর্বক iBAS++ এ আপলোড করা হয়েছে। ইউএও, ধামরাই, ঢাকা পে-পয়েন্ট নিরীক্ষাধীন অফিসসমূহের বাজেটে বরাদ্দকৃত অর্থ ব্যয়, বেতন নির্ধারণ, আয়-ব্যয়ের পূর্ব নিরীক্ষা ও হিসাবরক্ষণের দায়িত্ব পালন করে থাকে এবং সেবা গ্রহীতাগণের সেবার মানোন্নয়নের লক্ষ্যে Service Delivery দ্রুত ও কার্যকর করার দায়িত্ব পালন করে থাকে ।


সমস্যা এবং চ্যালেঞ্জসমূহঃ  আর্থ ব্যবস্থাপনার উন্নয়ন তথা ব্যয় ব্যবস্থাপনা ও আর্থ ব্যবস্থাপনা সম্পর্কে কর্মচারীগণের সক্ষমতা বৃদ্ধি এবং পূর্ণ IT Based ব্যবস্থাপনার আওতায় আনয়ন করা।



২০২৩-২৪ অর্থ বছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহঃ 

  • যথাসময়ে মাসিক বেতন ভাতা বিল, সরবরাহ ও সেবা এবং সম্পদ সংগ্রহ খাতের বিল, জিপিএফ অগ্রিম/চূড়ান্ত বিল, অনুদান, ঋণ ও অগ্রিম এবং বিভিন্ন আর্থিক মঞ্জুরীপত্রের বিপরীতে অথরিটি ইস্যু এবং এলপিসি ইস্যু নিশ্চিতকরণ;
  • বিভিন্ন সংস্কার কার্যক্রম এবং প্রদত্ত সেবা সম্পর্কিত প্রতিবেদন প্রণয়ন ও ওয়েবসাইটে প্রকাশিত;
  • সরকারি আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে কর্মকর্তা কর্মচারীগণের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান এবং সমসাময়িক বিষয়ে Learning Session আয়োজন;
  • বাজেট ও ব্যয় ব্যবস্থাপনার ক্ষেত্রে অধিকতর স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিতকরণ;
  • সকল সরকারি কর্মচারীর ভ্রমণ ভাতা বিল অনলাইনে নিস্পত্তিকরণ;
  • সকল সরকারি কর্মচারীর ছুটির হিসাব অনলাইনে সংরক্ষণ;
  • সরবরাহ ও সেবা খাতের বিল অনলাইনে নিস্পত্তিকরণ;
  • পেনশন কেইসসমূহ সময়মত নিস্পত্তি নিশ্চিতকরণ;
  • শতভাগ লাইফ ভেরিফিকেশনসহ পেনশন কেইসসমূহের যথাসময়ে নিস্পত্তি নিশ্চিতকরণ;